বাউফলে আসম ফিরোজকে গণ সংবর্ধনা

বাউফলে আসম ফিরোজকে গণ সংবর্ধনা

মোঃ দেলোয়ার হোসেন,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি বাউফল উপজেলা আওয়ামীলীগের সভাপতি  আ স ম ফিরোজ  এমপি পবিত্র উমরাহ পালন শেষে নিজ এলাকা বাউফলে ফিরে আশায় গণ সংবর্ধনা দিয়েছে বাউফলের সর্ব শ্রেনীর পেশার লোক। গতকাল মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয় জনতা ভবনে এ গণসংবর্ধনা দেয়া হয়।
 করোনা পরবর্তী পবিত্র উমরাহ পালন শেষে আসম ফিরোজ এমপি বিকাল তিনটায় ঢাকা থেকে সড়ক পথে বগা ফেরি ঘাট এসে পৌছান। ওই সময় উপজেলা আওয়ামীলীগের ব্যানের বিভিন্ন শ্রেনী পেশার লোক বগা ফেরিঘাট এলাকায় জরো হতে থাকে। এক সময় বগা এলাকাটি জনসমুদ্রে পরিনত হয়।
 উপজেলা আ’মীলীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আনিচুর রহমান প্রতিনিধিকে জানান,আ স ম ফিরোজ এমপি  মহোদয় বাউফলে আসার কথা শুনে বিভিন্ন শ্রেনী পেশার লোক বিনা নোটিশে বগা ফেরী ঘাট এলাকায় জমায়েত হতে থাকে। বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে বিভিন্ন শ্রেনীর প্রায় ২০সহস্যাধিক মানুষ বগা থেকে বাউফল জনতা ভবন পর্যন্ত হাতে হাত রেখে তাকে সংবর্ধনা দিতে দাড়িয়ে যায়। ওই সময় আ স ম ফিরোজ জনতার উদ্দেশ্যে হাত নেরে সংবর্ধনা গ্রহন করে জনতা ভবনে এসে সংক্ষিপ্ত ভাবে বক্তব্য  দেন।
আসম ফিরোজ বলেন, আজ দল আমাকে অনেক সম্মান দিয়ে বার বার সংসদ সদস্য নির্বাচিত করেছে। আপনারাও আমাকে অনেক সম্মান দিয়েছেন। আপনাদের কাছে আমি ও আমার দল আওয়ামীলীগ অনেক ঋণী। আমি আপনাদের পাশে ছিলাম আমৃত থাকব ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাউফলের জনগনকে ভালবাসেন তিনি বাউফলের সব খবর রাখেন। দলের মধ্যে একদল ষরযন্ত্রকারী আছে তারা সবসময় ষরযন্ত্র করে যাবেই তাতে দলের কিছু হবে না ।
তিনি আরো বলেন, আ’মীলীগ নামধারী সন্ত্রাসীরা যুবলীগ নেতা তাপসকে দিনে দুপুরে থানার সামনে হত্যা করেছে,পৌর আ’মীলীগের সভাপতি ইব্রাহিম ফারুকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে একটি চোখ নষ্ট করে দিয়েছে,এছাড়াও অনেক যুবলীগ স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ নেতাদের উপর হামলা চালিয়ে আহত করেছে। তাদের রক্তের সাথে যারা বেমানি করে ওই সন্ত্রাসীদের সাথে এক সাথে বসে চা খায় এবং উঠা বসা করে তাদের সাথে তার এবং দলের কোন নেতা কর্মীদের এখন থেকে কোন সম্পর্ক থাক পারে না। তিনি সকল নেতাকর্মীদের ধৈর্যসহকারে নেত্রীকে সন্মন দিয়ে দল তথা নৌকার পক্ষে কাজ করার আহবান জানান।
 উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সামসুল আলম মিয়ার সভাপতিত্ব আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আ’মীলীগের উপ-কমিটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য রায়হান সাকিব, ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, উপজেলা আ’মীলীগের যুগ্ন সম্পাদক গোলাম কিবরিয়া পান্নু,সূর্যমনি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু,নওমালা ইউনিয়নের চেয়ারম্যান  ত্র্যাড.কামাল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা এটিএম তারেক,আওয়ামীলীগের সহসভাপতি এ্যাড. মাফজুর রহমান,নুরমহাম্মাদ মিয়া,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হারুন অর রশিদ, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্রাহিম খলিল, স্বেচ্ছাসেবকণীগের সম্পাদক রিয়াজ সিকদার সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী এবং সর্বস্তরের জণগণ ।